পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় আগের চেয়ে বাড়ানো হয়েছে । বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিরগুলোর আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার আগের সময়ের চেয়ে আরও ৬০ দিন বা ২ মাস বাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জান গেছে, সাধারণত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর হিসাববছর শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে বা ৩০ এপ্রিলের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিতে হয়। তবে এবার তা দুই মাস বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১২(৩এ), ১৯৮৭ অনুযায়ী এই সময় বাড়নো হয়েছে।
অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার শেষ সময় ৩০ জুন। এর মধ্যে সব লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে আর্থিক প্রতিবেদন জমা দিতে হবে।
জাকির/আজকের বাজার