ইউএস-বাংলার নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের স্বাস্থ্যের অবনতি হয়েছে। আজ সোমবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গতকাল আফসানা খানম গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তির পর আইসিউতে পর্যবেক্ষণে রাখা হয়।
ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছিলেন, তার ব্রেইন স্ট্রোক হয়েছে। তাৎক্ষণিকভাবে মেডিকেল বোর্ড গঠন করা হয় চিকিৎসার জন্য।
ক্যাপ্টেন আবিদ সুলতান নেপালে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হওয়ার পরদিন কাঠমান্ডুর একটি হাসপাতালে মারা যান। তিনি একসময় বিমান বাহিনীর পাইলট ছিলেন।
আরএম/