লাইবেরিয়ার মধ্যাঞ্চলে একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে ৪০ জনেরও বেশি লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বুধবার দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে একথা জানান।
রাজধানী মনরোভিয়া থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে টোটোটাতে গ্যাসোলিন বহনকারী ট্যাঙ্কারটি বিধ্বস্ত হয়ে খাদে পড়ে যায়। খবর এএফপি’র।
প্রধান চিকিৎসক ডা. ফ্রান্সিস কাতেহ স্থানীয় সম্প্রচারকারী ‘সুপার বোঞ্জিজ টিভি’কে বলেছেন, নিহতের সংখ্যা নির্ণয় করা কঠিন। কারণ, কেউ কেউ অগ্নিদগ্ধে ছাই হয়ে গেছে। তবে তিনি অনুমান করেন এই ঘটনায় ৪০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে।
তিনি এএফপি’কে বলেন, ‘যারা নিখোঁজ তাদের খোঁজে আমাদের দল ঘরে ঘরে যাচ্ছে।’
পুলিশ ইতোপূর্বে ১৫ জনের মৃত্যুর ও কমপক্ষে ৩০ জন আহত হওয়ার কথা জানায়। স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় করলে তারা আহত হয়।
লাইবেরিয়া ন্যাশনাল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রিন্স বি মুলবাহ বলেন, ‘প্রচুর মানুষ পুড়ে গেছে।’