অন্যান্য দিনের মতোই যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে একটি রেডিও স্টেশনে অনুষ্ঠান উপস্থাপনা করছিলেন ক্যাসিডে প্রোক্টর। এমন সময় তিনি প্রসব ব্যাথা অনুভব করেন। বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানান। এমন পরিস্থিতিতে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেয় রেডিও কর্তৃপক্ষ।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত বৃহস্পতিবার ক্যাসিডে যে হাসপাতালে ভর্তি হন, সেই হাসপাতালে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করে রেডিও কর্তৃপক্ষ। যাতে প্রসবের মুহূর্তে তা সরাসরি সম্প্রচার করা যায়। ফলে ভোরে ক্যাসিডের সন্তান প্রসবের বিষয়টি জানার সুযোগ হয় শ্রোতাদের।
ক্যাসিডে জানান, এতে তিনি নিজেও খুব খুশি।
উল্লেখ্য, সন্তানের নাম রাখা হয়েছে জেমারসন । অবশ্য এই নামটিও শ্রোতারাই নির্ধারণ করেছেন।
বর্তমানে ক্যাসিডে মাতৃকালীন ছুটিতে আছেন ।
আজকের বাজার : আরজেড/আরএম/২২ ফেব্রুয়ারি ২০১৮