লাইভ ভিডিও চলাকালীন জুলিয়েথ গঞ্জালেজ থ্রেন নামে এক নারী সাংবাদিককে যৌন হয়রানি করেছে মস্কোর পথচারী এক যুবক। ওই নারী সাংবাদিক তখন ফুটবল বিশ্বকাপ-২০১৮ সম্পর্কে রাস্তায় ক্রীড়া ভক্তদের লাইভ মন্তব্য নিচ্ছিলেন।
গত শুক্রবার সারানস্ক শহরে জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলের স্প্যানিশ সংবাদ চ্যানেলের জন্য খবর সংগ্রহ করার সময় তিনি ওই হয়রানির শিকার হন।
বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, গঞ্জালেজ থ্রেন যখন লাইভ করছিলেন তখন সে অনূভব করলো তাঁর স্তন কেউ চেপে রেখেছ এবং তাঁকে চুম্বন করা হচ্ছে। গঞ্জালেজ থ্রেন কোন প্রকার বাধা ছাড়াই তাঁর কাজ চালিয়ে যাচ্ছিল। কিন্তু সে এই ধরনে কোন ঘটনার জন্য প্রত্যাশি ছিলোনা।
গঞ্জালেজ থ্রেন বলেন, আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। আমরা অন্যান্য সময়ের মত সমান গুরুত্ব ও পেশাদারী ছিলাম।
তিনি তাঁর কর্মকর্তাদের জানিয়েছে, ডয়চে ভেলে সে এই ধরনের লাইভ ভিডিও করার জন্য প্রায় দুই ঘন্টা পর্যবেক্ষন করেছিলো।
গঞ্জালেজ থ্রেন জানায়, যখনই আমরা লাইভে গেলাম এই ভক্ত সুবিধা নিয়ে নিলো। কিন্তু যখনই আমি তাঁকে দেখতে গেলাম ততক্ষনে সে চলে গেল।
গত সপ্তাহে রাশিয়া-সৌদি আরর খেলাকে সামনে রেখে লাইভ ভিডিও প্রচারকালে সারাংশ শহরে এ ঘটনা ঘটে।
ডয়চে ভেলে এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে একটা “আক্রামণ” এবং “স্থূল হয়রানি” বলে উল্লেখ করেছেন।
আজকের বাজার/ এমএইচ