যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভের ঘটনা সরাসরি সম্প্রচার করার সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এর লাইভ টিমের কয়েকজনকে আটক করে দেশটির পুলিশ। আটকের এক ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ মে) সিএনএন এর খবরে বলা হয়, দেশটির স্থানীয় সময় সকালে সিএনএন এর প্রতিনিধি ওমর জিমেনেজ ছাড়া প্রযোজক এবং আলোকচিত্রীসহ কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে যায়। এ সময় পুলিশ কর্মকর্তাদের কাছে নিজের সাংবাদিক পরিচয় দিলেও পুলিশ তাদের হাতে হ্যান্ডকাফ পরায় এবং ক্যামেরাও কেড়ে নেয়।
এ ঘটনায় ক্ষমা চেয়েছে মিনেসোটার গভর্নর। গভর্নর টিম ওয়ালজ সিএনএনের বৈশ্বিক প্রেসিডেন্ট জেফ জুকারকে বলেছেন, যা ঘটেছে সেজন্য দুঃখিত। তাদের ছেড়ে দেওয়ার বিষয়টি দেখবেন। এর কিছুক্ষণ পরে সিএনএনের টিমকে ছেড়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির হত্যার ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস। গত সোমবার জর্জ ফ্লয়েড নামের ওই ব্যক্তির ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরেন একজন শ্বেতাঙ্গ পুলিশ। এরপর হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনদিন ধরে মিনিয়াপোলিসে বিক্ষোভ চলছে।