লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোতে করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোতে করোনায় মৃতের সংখ্যা সোমবার পর্যন্ত ৮০ হাজার ছাড়িয়ে গেছে। এর অর্ধেকের বেশী মারা গেছে ব্রাজিলে। করোনা এখন গোটা ক্যারিবীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত মার্চে লাতিন আমেরিকায় প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে, এ অঞ্চলে মোট ৮০ হাজার ৫০৫ জন মারা গেছে। এদের ৪৩ হাজার ৯৫৯ জন মারা গেছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রের পরে বিশ্বে করোনায় মৃতের সংখ্যায় ব্রাজিল দ্বিতীয়।
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৮১ হাজার ৩৭৪ জন।
২১ কোটি ২০ লাখ লোকের ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮৮ হাজার ২৭১ জন। এই সংখ্যা এশিয়ায় মোট আক্রান্তের চেয়ে বেশী।
মেক্সিকোর জনসংখ্যা ১২ কোটি, লাতিন আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত এই দেশটিতে করোনায় ১৭ হাজার ১৪১ জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৮৩৭ জন।
পেরুতে করোনায় মারা গেছে ৬ হাজার ৬৮৮ জন, চিলিতে মারা গেছে ৩ হাজার ৩৬২ জন, আক্রান্ত হয়েছে প্রায় ১ লাখ ৮০ হাজার।
বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ২০২ জন, মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার ১৭৬ জন।