টম লাথামের সেঞ্চুরিতে দলের অভিজ্ঞ ব্যাটার রস টেইলরের বিদায়ী সিরিজ জয় নিশ্চিত করলো নিউজিল্যান্ড। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অধিনায়ক টম লাথামের লড়াকু সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ১১৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডসকে। ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়েও গেল নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ওয়ানডে ৭ উইকেটে জিতেছিলো কিউইরা।
হ্যামিল্টনে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। ৪ ওভারে ২২ রান তুলেন তারা। পঞ্চম ওভারের প্রথম বলে গাপটিলের আউটের পর ব্যাটিং ধস নামে নিউজিল্যান্ডের। ৩২ রানে পঞ্চম উইকেট হারায় তারা। আর দলীয় ৮৯ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে তাদের।
তবে এক প্রান্ত আগলে, ধৈর্য্য নিয়ে লড়াই করেছেন নিউজিল্যান্ডের লাথাম। পঞ্চম উইকেট পতনের পর ষষ্ঠ উইকেট জুটিতে কলিন ডি গ্র্যান্ডহোমের সাথে ৭৯ বলে ৫৭, সপ্তম উইকেটে ডগ ব্রেসওয়েলের সাথে ৯৯ বলে ৯০ এবং ইশ সোধির সাথে অষ্টম উইকেটে ৪২ বলে ৪২ রান যোগ করে দলকে খেলায় ফেরান লাথাম।
সোধির সাথে জুটি গড়ার পথে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পান লাথাম। ১০১ বলে সেঞ্চুরি করেন তিনি। ৪৭তম ওভারে দলীয় ২২১ রানে সোধির বিদায়ের পর টেল-এন্ডারদের নিয়ে লড়াই করে দলকে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৪ রানর বগ সংগ্রহ এনে দেন লাথাম। ১২৩ বল খেলে ১০ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারিতে অপরাজিত ১৪০ রান করেন লাথাম। গ্র্যান্ডহোম ১৬, ব্রেসওয়েল ৪১ ও সোধি ১৮ রান করেন।
জয়ের জন্য ২৬৫ রানের জবাবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি নেদারল্যান্ডসের ব্যাটাররা। নিউজিল্যান্ড বোলারদের তোপে ৩৪ দশমিক ১ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় ডাচরা। বাস ডি লিডি সর্বোচ্চ ৩৭ রান করেন। নিউজিল্যান্ডের অফ-স্পিনার মাইকেল ব্রেসওয়েল ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি করে শিকার ছিলো কাইল জেমিসন-সোধির। ম্যাচ সেরা হন লাথাম। হ্যামিল্টনেই আগামী ৪ এপ্রিল হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান