ভারতীয় সেনাদের উসকানিতেই সংঘর্ষ শুরু হয় দাবি চীনের।
লাদাখ সীমান্তে সংঘর্ষের জন্য পুরোপুরিভাবে ভারতীয় সেনারা দায়ী। বুধবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গত ৬ই জুনের বৈঠকে গালওয়ান উপত্যকায় উত্তেজনা কমাতে রাজি হয় চীন ও ভারত। তবে গেল ১৫ই জুন ভারতীয় সেনাদের উসকানিতেই চীনের দখলে থাকা ভূখন্ডে দুপক্ষের সংঘর্ষ হয়। ভারতীয় সেনারা সমঝোতা ভঙ্গ করেছে বলে দাবি চীনের। এ ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বেইজিং।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করে, গেল এপ্রিল থেকেই সীমান্তে নিজেদের শক্তি বাড়াতে গালওয়ান উপত্যকায় সড়ক, সেতুসহ নানা স্থাপনা নির্মাণ করে আসছে ভারতীয় সেনারা। পাশাপাশি সীমান্তে চীনা সেনাদের নিয়মিত টহলেও তারা বাধা দিয়েছে বলে অভিযোগ চীনের।