সীমান্ত সংঘাত ঠেকাতে ভারত-চীন বৈঠক আজ। গত ৫ ও ৬ মে দুই দেশের সেনার বিক্ষিপ্ত সংঘর্ষের পর থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা বাড়াতে শুরু করে দেয় চীন৷ চীন সেনার আগ্রাসী ভূমিকায় উদ্বেগ বাড়ে দিল্লির৷ ভারতও সেনা মোতায়েন শুরু করে দেয়৷
একমাস ধরে চলা এই সীমান্ত উত্তেজনা শেষ করতে আজ আলোচনায় বসছে ভারত ও চীন সেনা৷ চীনকে নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা তোলার জন্য বলবে ভারত৷ কারণ, ভারত চাইছে আলোচনার মাধ্যমেই এই উত্তেজনা শেষ হোক৷
ভারত-চীন সেনার আলোচনায় চীনের পক্ষ থেকে থাকছেন মেজর জেনারেল লিউ লিন৷পিপলস লিবারেশন আর্মি-র প্রতিনিধিত্ব করবেন তিনি৷ ভারতের পক্ষ একজন কর্প কমান্ডার স্তরের অফিসার থাকবেন৷দু তরফই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছে৷
লাদাখ স্ট্যান্ডঅফ-এর আগে ভারত-চীন নিয়ন্ত্রণরেখায় ৭৩ দিন মুখোমুখি হয়েছিল ডোকলামে ২০১৭ সালে৷চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিতর্কের আওতায় রয়েছে ৩ হাজার ৪৮৮ কিমি দীর্ঘ প্রকৃতি নিয়ন্ত্রণরেখা৷ চীন দাবি করে, অরুণাচলপ্রদেশ চীনেরই অংশ৷ সীমান্ত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের জন্য দুই দেশই রাজি হয়েছে৷ তবে আজকের বৈঠকে কোনও কংক্রিট আউটকাম আশা করছে না ভারত৷ তবে কেন্দ্রের বক্তব্য, সেনার এই উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্তে টেনশনকে ইতি করার জন্য বোঝাপড়়ার মাধ্যমে সমাধানের পথ আরও প্রশস্ত হবে৷