পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত লং বেল্ট কনভেয়রের ক্ষুদ্র অংশ মেরামত করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২ আগস্ট থেকে লং বেল্ট কনভেয়র সম্পূর্ণভাবে কাজ শুরু করেছে। কোম্পানিটি সফলভাবে ক্ষতিগ্রস্ত অংশটুকু মেরামত করেছে।
প্রসঙ্গত, গত ৬ জুলাই মধ্যরাতের অগ্নিকান্ডে কোম্পানির লং বেল্ট কনভেয়রের ক্ষুদ্র অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় ছাতক ফায়ার সার্ভিস খুব অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে।