পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড নাম পরিবর্তন করবে। কোম্পানিটির নতুন নাম হবে “লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড”।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ লাফার্জ সুরমার নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন করেছে।
কোম্পানিটির নতুন ট্রেডিং কোড হবে “LHBL”। আগে কোম্পানির ট্রেডিং ছিল ” LAFSURCEML”। আগামী ১ মার্চ থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করবে।
নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
আরএম/