লামায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৪

বান্দরবানের লামায় বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। আজ শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, আজ সকাল ৮টার দিকে আজিজনগর এলাকায় কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দু’টি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন এবং ৬ জন আহত হন।

তিনি জানান, হতাহতরা মাইক্রোবাসের যাত্রী ছিলেন,তাদের পরিচয় এখনো জানা যায়নি। আহত ৬ জনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ওসি জানান, নিহতদের লাশ হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আজকেরবাজার/এইচজে