বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
লারা ও টেন্ডুলকারকে টপকে কোহলি!
প্রকাশিত - সেপ্টেম্বর ১০, ২০১৮ ৪:৫৩ পিএম
ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে দ্রুত ১৮ হাজার রান করার ক্ষেত্রে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে ৩৮২ ইনিংস খেলে ১৮ হাজার রান পূর্ণ করেন কোহলি। ফলে দ্রুত ১৮ হাজারের রানের বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
এতোদিন এই বিশ্বরেকর্ডের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। ৪১১ ইনিংসে ক্রিকেট ইতিহাসে ১৮ হাজার রান পূর্ণ করেন লারা।
ক্রিকেটের বরপুত্র লারার পরই ছিলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ৪১২ ইনিংসে ক্রিকেট ইতিহাসে ১৮ হাজার রান করেন টেন্ডুলকার।
লারা তার ক্যারিয়ার জীবনে কোন টি-২০ ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে টেন্ডুলকার খেলেছেন একটি মাত্র ম্যাচ। ছোট ফরম্যাটে ৬২টি ম্যাচে ইতোমধ্যে ২১০২ রান করেছেন কোহলি।
ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে এখন পর্যন্ত নয় ইনিংস ব্যাট করে ৫৯৩ রান করেছেন কোহলি। এই রানের কল্যাণে ক্রিকেট ইতিহাসে দ্রুত ১৮ হাজার রান করার ক্ষেত্রে লারা ও টেন্ডুলকারকে টপকে যান কোহলি।
আজকে বাজার/এএল
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.