পুরান ঢাকার লালবাগে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতিকুল আলম জানান, তিন সদস্যের ওই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন) দিলীপ ঘোষের নেতৃত্বে কমিটির অন্য দুই সদস্য হলেন- সহকারী কমিশনার (অপরাশেন) আব্দুল হালিম ও উপ-পরিচালক (পোস্তা জোন) নিউটন দাস।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঐতিহাসিক লালবাগ কেল্লার পার্শ্ববর্তী পোস্তা এলাকায় একটি পলিথিনের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের শিখা পুরোপুরি নেভাতে আরও কয়েক ঘণ্টা সময় লেগে যায়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও জানা যায়নি।