আসন্ন মাহে রমজান উপলক্ষে লালমনিরহাটে অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে শহরের সেনামৈত্রি হকার্স মার্কেট এলাকায় বিভিন্ন মুদি দোকানে এ অভিযান পরিচালনা ও ব্যবসায়ীদের সচেতন করা হয়। এসময় অবৈধ মজুদ করার অপরাধে সেনামৈত্রি হকার্স মার্কেটের এক ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
লালমনিরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা বলেন, মজুদের লাইসেন্স না থাকায় এক ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান উপলক্ষে অবৈধ মজুদদারের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। (বাসস)