লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ৪শ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ জুন) গভীর রাতে ইউনিয়নের আরাজী দেওডোবা নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজী দেওডোবা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আঃ কুদ্দুস (৪৫) ও একই এলাকার শহিদুল্লাহর ছেলে আবির হোসেন ওরফে আলাল(২৮)।
সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে আদিতমারী থানার এসআই শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, আদিতমারী থানার এস.আই. আবু বকর সিদ্দিক ও এস.আই. শাহজাহান আলীর নেতৃত্বে পুলিশ ক্রেতা সেজে এ দুজনকে গাঁজাসহ আটক করে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
আজকের বাজার/একেএ