জেলায় আজ ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়- দেশ গড়ব সমাজসেবায়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকালে জেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
পরে, জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্ডভোকেট মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় প্রমুখ। আলোচনাসভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান