লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাত যাত্রী।

বুধবার সকালে লালমনিরহাট-বুড়ামারী মহাসড়কের পলাশী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জেলার কালীগঞ্জের কাকিনা ওয়াবদা বাজার এলাকার নূর উদ্দিনের ছেলে অটোরিকশা চালক রবিউল ইসলাম ও একই এলাকায় বিষনাথ রায়ের ছেলে নান্দু চন্দ্র রায়।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পরীক্ষায় অংশ নিতে অভিভাবকসহ আটজন একটি অটোরিকশায় লালমনিরহাট পুলিশ লাইনে যাচ্ছিলেন। অটোটি ঘ্টনাস্থলে এলে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে অটোটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নান্দু নিহত হন।

এ সময় আহত হন আরো সাত যাত্রী। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে আদিতমারী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাজার/এমএইচ