লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় সোমবার সকালে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের(ব্যাটারি চালিত অটোরিকশা)এক যাত্রী নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন(২৬)উপজেলার দোলাপাড়া গ্রামের উমর আলীর ছেলে। বুড়িমারী-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনায় নিহতের স্ত্রী ও সন্তান আহত হন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ওমর ফারুক জানান, আনোয়ার হোসেন তার স্ত্রী ও সন্তানসহ ইজি বাইকযোগে পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে বুড়িমারীগামী একটি খালি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা যাত্রী আনোয়ার হোসেন ও তার স্ত্রী-সন্তান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আনোয়ার হোসেনের মৃত্যু হয়। স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। সূত্র:ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান