লালমনিরহাটে দুই দিনে ৪ শিশু ধর্ষণ

লালমনিরহাটের গত ২ দিনে ৪ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ ঘটনার সত্যতা নিডিশ্চত করেছেন।

বুধবার (১৮ জুলাই) বিকেলে সদর উপজেলার শিবের কুঠি গ্রামের দুই সন্তানের জনক আলমগীর প্রতিবেশির চার বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে। ঘটনার পর থেকেই পলাতক সে।

এছাড়া আদিতমারী উপজেলার ভাদাই এলাকায় সাড়ে ৩ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের পর রাস্তায় ফেলে যায় শিমুল নামের আরেক পাষণ্ড। এ নিয়ে দুই দিনে ৪ শিশু ধর্ষণের শিকার হলো এ জেলায়।

চার শিশু জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এসব ঘটনায় আলাদা মামলা হলেও এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

আরএম/