লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আমাজাদ হোসেন ভোলা(৫৫)নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সোমবার রাতে কালীগঞ্জ থানায় তার শ্বশুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার আমাজাদ উপজেলার ভোটমারী এলাকার সফর উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক। পুলিশ ও স্থানীয়রা জানায়, আমাজাদের ছেলের সাথে প্রায় ৮ মাস আগে বিয়ে হয় শারীরিক প্রতিবন্ধী ওই নারীর। বিয়ের পর থেকেই সে শ্বশুর বাড়িতে থাকলেও তার স্বামী কাজ করতেন পঞ্চগড়ে।
মামলার এজাহারে বলা হয়, স্বামীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে মাঝে মধ্যে ওই নারীকে ধর্ষণ করতো তার শ্বশুর। সোমবার বেলা ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে আমজাদ তার পুত্রবধূকে ধর্ষণ করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শ্বশুরকে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত(ওসি)আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে আমজাদকে আটক করা হয়। পরে রাতে ওই পুত্রবধূ শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান