লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে শিক্ষক নিয়োগ ও জালিয়াতির অভিযোগে বাউরা দাখিল মাদরাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ওই অধ্যক্ষের নাম একেএম ফজলুল হক (৪৫)। তিনি বাউরা ইউনিয়নের কাজী হিসেবেও দায়িত্ব পালন করতেন।
রোববার (২৪ জুন) সকালে লালমনিরহাট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, শনিবার রাতে বাউরা বাজারস্থ কাজী অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ রবিবার সকালে লালমনিরহাট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়েছে।
আজকের বাজার/একেএ