লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামের অচিনতলা নামক স্থানে এক সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত ১টার দিকে নিথক গ্রামের বছির উদ্দিনের ছেলে সার ব্যবসায়ী গোলাম হোসেনকে(৫৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। লাশ কালীগঞ্জ থানায় আনা হচ্ছে।
তিনি আরও জানান, তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। লাশের ময়নাতদন্তের পর দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের বাজার/একেএ