লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ি সেলিমনগর আইরখামাড় এলাকায় ঢাকা-গামী একটি নৈশ্যকোচের সাথে বিপরীত দিক থেকে আসা একটি থ্রী হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রী হুইলারের ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।
আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কুড়িগ্রাম হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়। এছাড়া ওই দুর্ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। তাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনায় থ্রী হুইলারটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি পাশের খাদে পড়ে যায়।
নিহতরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বোর্ডেরহাট তালতলা এলাকার মুক্তিযোদ্ধা জমশের আলী বেপারীর ছেলে মাহাবুবার রহমান (২৭), একই উপজেলার মন্দিসের খামাড় এলাকার আছমত আলীর ছেলে আশিক বাবু (১১), ভুরুঙ্গামারী উপজেলার নলেয়া এলাকার মৃত নায়েম আলী মন্ডলের ছেলে আক্কেল আলী (৪৫), কুড়িগ্রাম সদর উপজেলার শীবরাম কুমারপাড়া এলাকার মৃত মোকসেদ আলীর স্ত্রীর শাবানা বেগম (৪০) ও একই এলাকার ছতরপুর বান্দেরপাড়ার নজরুল ইসলামের মেয়ে শারমিন খাতুন (১২)।