লালমনিরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক ১

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২০ কেজি গাঁজাসহ আব্দুল আজিজ ওরফে তোতলা আজিদ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার, ২৩ মার্চ সকাল সাড়ে ১১ টায় উপজেলার উত্তর পারুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আজিজ উপজেলার দক্ষিণ বাড়াইপাড়া এলাকার মৃত হোসেন আলীর পূত্র।

হাতীবান্ধা থানার এসআই নুরআলম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সহকারী পুলিশ সুপার শহিদ সোহরাওয়ার্দী’র নেতৃত্বে উপজেলার উত্তর পারুলিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠনো হয়েছে।

আরএম/