লালমনিরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একই এলাকার বিনয় চন্দ্রের ছেলে ও দুই সন্তানের পিতা মহানন্দ (৪০) তাকে ধর্ষণ করেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষিত শিশুটির মা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজেদের পাকা ধানক্ষেতে বিকেল ৩টার দিকে শিশুটি হাস আনতে যায়। এ সময় লম্পট মহানন্দ শিশুটিকে ফুসলিয়ে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। চিৎকার করতে চাইলে মহানন্দ শিশুটির প্যান্ট মুখে গুজে দেয়। এক পর্যায়ে মহানন্দ ভুট্টা ক্ষেত থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন।

লালমনিরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক (আরএমও) ডা. মঞ্জুর মোর্শদ দোলন জানান, প্রাথমিক অবস্থায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছ বলেই ধারণা করা হচ্ছে। তারপরও পরীক্ষা করা হলে বিষয়টি পুরোপরি জানা যাবে।

লালমনিরহাট সদর থানার ওসি জানান, এ রকম একটি ঘটনা শোনার হাসপাতালে অফিসার পাঠানো হয়েছে। শিশুটির পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নয়া হবে।

আজকের বাজার/আর আই এস