ভোলার লালমোহনে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই যুবকের নাম শরীফ। শরীফ উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামের ছালাউদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার ওই ছাত্রীর মা-বাবা ও দুই বোন অসুস্থ নানাকে দেখতে নানাবাড়ি যায়। দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর পরীক্ষা থাকায় সে বাড়িতে একা ছিল। ঘটনার দিন পরীক্ষা দিয়ে দুপুর ১টায় বাড়ি ফিরলে ওই এলাকার ছালাউদ্দিনের ছেলে শরীফ তাকে ধর্ষণ করে। খবর পেয়ে তার বাবা-মা এসে তাকে গুরুতর অবস্থায় লালমোহন হাসপাতালে নিয়ে যায়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবীর বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই শরীফকে গ্রেফতার করা হয়েছে।
আজকের বাজার/একেএ