লাশ জিম্মি করে খরচ পরিশোধ নয়: হাইকোর্ট

চিকিৎসারত অবস্থায় কোনো অসচ্ছল ব্যক্তি মারা গেলে তার লাশ জিম্মি করে খরচ পরিশোধে রোগীর স্বজনদের চাপ দিতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ বলে রায় দিয়েছে হাইকোর্ট।

একইসঙ্গে অসচ্ছলদের ক্ষেত্রে এ ধরণের অপরিশোধিত চিকিৎসা ব্যয় পরিশোধে একটি তহবিল গঠন করতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

২০ নভেম্বর সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো: আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল নিস্পত্তি করে আদেশ দেন।

এ সময় আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে ২০১২ সালের ৮ জুন রাজধানীর সিটি হাসপাতালে অসচ্ছল এক ব্যক্তি তার সন্তানকে ভর্তি করেন। পরবর্তীতে ওই সন্তান মারা গেলে ২৬ হাজার টাকা বিল দাবি করে লাশ হস্তান্তরে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে এ বিষয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

আজকের বাজার:এলকে/এলকে ২০ নভেম্বর ২০১৭