যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ম্যানডালে বে হোটেলের কাছে গোলাগুলি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। লাস ভেগাস স্ট্রিপের কাছে একটি মিউজিক ফেস্টিভ্যালে অন্তত একজন বন্দুকধারী ফাঁকা গুলি করেছে বলে বিবিসি-র প্রতিবেদনে জানানো হয়েছে। গুলিতে অন্তত ২৪ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঘটনাস্থলের অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে শত শত মানুষ দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর গুলির যে শব্দ শোনা যাচ্ছে একটানা স্বয়ংক্রিয় বন্দুকের শব্দ।
টিভিতে দেখানো সরাসরি ফুটেজে দেখা যাচ্ছে, লাস ভেগাস স্ট্রিপে ভারি অস্ত্রসহ পুলিশ অবস্থান করছে। গোলাগুলির ঘটনা স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে হয়।
পুলিশ বলছে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশের পক্ষ থেকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় হাসপাতালের মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে জানিয়েছে গুলিতে আহত এমন অন্তত ২০ জনকে তারা এখন চিকিৎসা দিচ্ছে।
আজকের বাজার:এলকে/এলকে/ ২ অক্টোবর ২০১৭