চলমান করোনাভাইরাসের কারণে চাকরি হারা ব্যক্তিদের লাহোরে নিজের রেস্টুরেন্টে ফ্রি খাওয়ানোর ঘোষণা দিয়েছেন ক্রিকেট আম্পয়ার পাকিস্তানের আলিম দার। সর্বশেষ খবর অনুযায়ী পাকিস্তানে এক হাজার দুইশ লোক প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়েছেন এবং নয় ব্যক্তি মারা গেছেন।
লাহোরে নিজের নামে ‘দান ডেলিটো’ নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন দার এবং কোভিড-১৮ এর কারণে চাকুরি হারানো ব্যক্তিদের ফ্রি খাওয়ানোর ঘোষনা দেন তিনি। এক ভিডিও বার্তায় দার বলেন,‘সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এবং এর প্রভাব এখন পাকিস্তানেও পড়েছে। আমাদের সকলের সমর্থন ছাড়া সরকারের একার পক্ষে এটা মোকাবেলা করা সম্ভব নয়। সরকারের নির্দেশনা মেনে চলতে আমি সকলকে অনুরোধ করছি।’
সর্বোচ্চ ৩৮৬টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা দার আরো বলেন,‘এই লকডাউনের সময়অনেক লোকই চাকুরিচ্যুত হয়েছেন। লাহোরের পিয়া রোডে দারস ডেলিটো নামে আমার একটি রেস্টুরেন্ট আছে। এই সময়ে যাদের চাকরি নেই তারা ইচ্ছে করলে এখানে আসতে পারেন এবং বিনা মূল্যে খেতে পারেন।’ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান