লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ

লা লিগায় ওসাসুনার বিপক্ষে সহজেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ওসাসুনার রক্ষণকে চাপে রেখেই খেলেছে স্বাগতিকেরা।

রিয়াল মাদ্রিদ শেষ বার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৬-১৭ মশুমে৷ গত সাত বছরে চার বার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও সেই একবারই তারা স্প্যানিশ লিগের খেতাব ঘরে তোলে৷

লা লিগায় বার্সেলোনার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই৷ এবার বার্সা শুরুতেই পিছিয়ে পড়ায় রিয়ালের সামনে সুযোগ ছিল লা লিগায় চালকের আসনে বসে পড়ার৷ সুযোগটা যথাযথ কাজে লাগায় রিয়াল৷ ঘরের মাঠে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লিগের শীর্ষে উঠে আসে মাদ্রিদ৷

ওসাসুনার বিরুদ্ধে রিয়ালের হয়ে দু’টি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ও অভিষেককারী রডরিগো৷ ম্যাচে আরও কয়েকটি গোলের সহজ সুযোগ তৈরি করেছিল তারা৷ তবে ফিনিশিং টাচ দিতে না পারায় ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি জিদানের রিয়াল মাদ্রিদের পক্ষে৷

আজকের বাজার/লুৎফর রহমান