লিওনেল মেসির ১০ নম্বর জার্সি গায়ে অভিষেকটাকে রঙিন করে রাখলেন ১৮ বছর বয়সী স্প্যানিশ তরুন আনসু ফাতি। রোববার লেভান্তের বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে ইনজুরি টাইমে দলের হয়ে তৃতীয় গোলটি করেছের বদলী হিসেবে খেলতে নামা ফাতি। এই জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে কোচ রোনাল্ড কোম্যানের মনে।
গত বছর নভেম্বরে সর্বশেষ বার্সেলোনার হয়ে মাঠে নেমেছিলেন ফাতি। ইনজুরির কারনে মাঠের বাইরে থাকা এই স্প্যানিশ তরুণ দীর্ঘ ৩২৩ দিন পর ক্যাম্প ন্যু’তে খেলতে নামলেন, তাও আবার মেসির ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সি গায়ে। বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ন এই জয়ে শেষ পর্যন্ত স্কোরশিটে নাম লিখিয়ে ম্যাচটিকে স্মরনীয় করে রাখলেন।
গোলের পর সতীর্থদের উষ্ণ অর্ভথ্যনা পেয়েছেন। গোল দিয়ে বদলী বেঞ্চের পিছনে স্ট্যান্ডে দৌঁড়ে গিয়েছেন, যেখানে ছিল তার পুরো পরিবার ও ক্লাবের মেডিকেল স্টাফরা। পরে উচ্ছসিত ফাতি বলেছেন, ‘আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই। একইসাথে এই কঠিন সময়ে যারা আমার পাশে থেকে সহযোগিতা করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে বার্সেলোনার সমর্থকরা অবিশ্বাস্য, তাদের সমর্থন আমার সাথে সবসময়ই ছিল।’
হাঁটুতে গুরুতর ইনজুরির কারনে তিনটি অস্ত্রোপচার করাতে হয়েছে। ২০১৯ সালে মূল দলের হয়ে অভিষেক হবার পরের বছরই এত বড় ইনজুরি এই তরুনকে দারুন হতাশাগ্রস্থ করে তুলেছিল। কিন্তু সকলের আন্তরিক প্রচেষ্টায় তিনি আবারো মাঠে ফিরেছেন, তাও আবার মেসির উত্তরসূরী হিসেবে। এই টিনএজারের জন্য এখনো অনেকটা পথ পাড়ি দেয়া বাকি। কিন্তু এভাবে ফিরে আসা, বিশেষ করে ঘরের মাঠে গোল দিয়ে নিজের জাত নতুন করে চেনানো সকলের ভাগ্যে জোটে না।
নিষেধাজ্ঞার কারনে কাল বার্সার টাচলাইনে ছিলেন না কোম্যান। তার অনুপস্থিতিতে কোচের দায়িত্বে থাকা সহকারী কোচ আলফ্রেড শ্যুরেডার বলেছেন, ‘স্টেডিয়াম ভর্তি দর্শক ফাতির গোলের পর কি করেছে তা সবাই দেখেছে। আমরা সবাই জানি সে অসাধারন একজন খেলোয়াড়। এমনটি সে গোলের সুযোগ পর্যন্ত পায়নি। কিন্তু সে ঐ সুযোগটি নিজে থেকে তৈরী করে নিয়েছিল। এটা একজন জাত খেলোয়াড়ের ব্যক্তিগত গুন। আর আমরা এটাই চাই।’
৬ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে বার্সেলোনা। গতকালকের ফলাফল হয়তবা চাপে থাকা কোম্যানকে বাঁচাতে পারবেনা। আসন্ন আন্তর্জাতিক বিরতিকে সামনে রেখে ক্লাব হয়ত এ বিষয়ে পরিবর্তনের কথা ভাবতে পারে। কিন্তু অন্তত স্টেডিয়ামের ভিতরে একটি ইতিবাচক আবহ ফিরে এসেছে এটাই স্বস্তি। গত চার ম্যাচে প্রথম জয়ের ফলে বার্সেলোনা লা লিগা টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে। এক ম্যাচ বেশী খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে। আগামী সপ্তাহে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে এ্যাথলেটিকো মাদ্রিদেও মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা।
৭ মিনিটে মেমফিস ডিপের স্পট কিকে এগিয়ে যায় বার্সেলোনা। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন লুক ডি জং। ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে সেভিয়া থেকে বার্সেলোনায় যোগ দেবার পর এটাই ডি জংয়ের প্রথম গোল। কিন্তু কাল ম্যাচের মূল আকর্ষণ ছিলেন ১৭ বছর বয়সী জাভি ও ১৯ বছর বয়সী নিকো গঞ্জালেজ। একাডেমী থেকে উঠে আসা এই দুই তরুনের মধ্যে ভবিষ্যত দেখছে বার্সেলোনা।
বিরতির আগে বার্সেলোনার লিড আরো বাড়ানো উচিৎ ছিল। মাত্র এক গজ দুর থেকে বল জালে জড়াতে পারেননি জেরার্ড পিকে। জাভির দারুন থ্রু বল থেকে ডিপেও ব্যর্থ হন। লেভান্তে গোলরক্ষক এইটর ফার্নান্দেজকে পরাস্ত করতে পারেননি জাভি। মধ্যমাঠ থেকে বেশ কিছু ভাল বল পেয়েও একের পর একের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত ইনজুরি টাইমে ফাতি আর কোন ভুল করেন।
দিনের আরেক ম্যাচে এলচেকে ১-০ গোলে পরাজিত করে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল সোসিয়েদাদ। ৮১ মিনিটে জয়সূচক গোলচি করেছেন অধিনায়ক মিকেল ওয়ারজাবাল। এবারের মৌসুমে সাত ম্যাচে এটি তার পঞ্চম গোল। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান