উত্তর কোরিয়া সীমান্তে পিয়ংইয়ং বিরোধী লিফলেট ছড়ানোয় দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেশটির যে লিঁয়াজো অফিস রয়েছে তা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে।
একইসঙ্গে দেশটি পরবর্তীতে আরো কিছু পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করেছে যাতে দক্ষিণ কোরিয়া দুর্ভোগে পড়বে।
উত্তর কোরিয়ার পক্ষত্যাগকারীরা পিয়ংইয়ং এর মানবাধিকার লংঘন ও পরমাণু উচ্চাকাংক্ষা নিয়ে নানা সমালোচনামূলক মন্তব্য লিখে হট এয়ার বেলুনে করে সীমান্তে ছড়িয়ে দেয়। দক্ষিণ কোরিয়া এসব কর্মকান্ড বন্ধে ব্যর্থ হওয়ায় দ্বিতীয় দিনের মতো এ ধরণের হুমকি দিল দেশটি।
বৃহস্পতিবার উত্তর কোরীয় নেতা কিম জং উনের বোন কিম উ জং সামরিক চুক্তি বাতিল ও অন্যান্য আন্ত:কোরীয় প্রকল্পসমূহ থেকে সরে আসার হুমকি দিয়েছিলেন।
আন্ত:কোরীয় সম্পর্ক দেখভালের দায়িত্বে থাকা উত্তর কোরিয়ার ইউনাইটেড ফ্রন্ট ডিপার্টমেন্ট এর মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে শুক্রবার দেশটির সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, প্রথমেই আমরা নিশ্চিতভাবে নর্থ- সাউথ লিয়াঁজো অফিস বন্ধ করে দিব।
ওই মুখপাত্র আরো বলেন, এরপর এর ধারাবাহিতায় আরো পদক্ষেপ নেয়া হবে যাতে দুর্ভোগে পড়বে দক্ষিণ কোরিয়া।
এদিকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, লিফলেট কর্মকান্ড থামাতে তারা আইন করবেন। তবে এটি মত প্রকাশের স্বাধীনতা বিরোধী বলে বিতর্ক তৈরি করবে।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে ইতোমধ্যে লিঁয়াজো অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে।