লিওনেল স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সাথে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন কোচ লিওনেল স্কালোনি। নতুন চুক্তি অনুযায়ী ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের শেষ পর্যন্ত তিনি আর্জেন্টাইন দলের সাথে থাকবেন। আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের ওয়েবসাইট ও সোস্যাল মিডিয়া চ্যানেল এই তথ্য নিশ্চিত করেছে।

৪১ বছর বয়সী স্কালোনিকে গত বছর আগস্টে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জাতীয় দলে নিয়োগ দেয়া হয়েছিল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ ১৬’ থেকে বিদায়ের পর জর্জ সাম্পাওলিকে কোচের পদ থেকে বরখাস্ত করার মাত্র দুই সপ্তাহের মধ্যে স্কালোনিকে নতুন দায়িত্ব দেয়া হয়েছিল। গত বছর নভেম্বরে স্কালোনির চুক্তি এ বছর ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। ব্রাজিলে কোপা আমেরিকায় তৃতীয় স্থান লাভের পর এবার নতুন করে আবারো চুক্তি বৃদ্ধি করা হলো।

বিশ্বকাপের বাছাইপর্ব ২০২০ সালের মার্চে শুরু হয়ে ২০২১-র নভেম্বর পর্যন্ত চলবে। এছাড়াও আগামী বছর কলম্বিয়ার সাথে যৌথভাবে আয়োজিত কোপা আমেরিকাতেও স্কালোনি জাতীয় দলের দায়িত্বে থাকবেন।

আজকের বাজার/লুৎফর রহমান