জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের নৈতিক মানদন্ড প্রণয়নে পিপিজে এ্যাকটিভিটি’র চারটি পাইলট জেলার প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণে এক অনলাইন কর্মশালা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
‘রিজিওনাল ওয়ার্কশপ অন প্যানেল ল’ইয়ার্স ইথিকাল স্ট্যান্ডার্ড’- শীর্ষক এ অনলাইন কর্মশালা আজ সকাল ১০টা থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
খুলনা, সাতক্ষীরা, যশোর ও বরিশাল জেলার লিগ্যাল এইড অফিসার, এসব জেলার আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচজন করে প্যানেল আইনজীবী এ কর্মশালায় অংশ নেন।
অনলাইন কর্মশালা সংক্রান্ত বিষয়ে জাতীয় আইনগত সহায়তা সংস্থার সহকারি পরিচালক (প্রশাসন) কাজী ইয়াছিন হাবীব স্বাক্ষরিত বিস্তারিত সংস্থাটির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।