লিগ্যাসি ফুটওয়্যারের ৭৫ কোটি টাকার অনুমোদিত মূলধন বৃদ্ধি

পুঁজিবাজারের তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৭৫ কোটি টাকার অনুমোদিত মূলধন বাড়ানো হয়েছে। গত ৭ এপ্রিল কোম্পানির বিশেষ সাধারন সভায় (ইজিএম) এই মূলধন বাড়ানো হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে লিগ্যাছি ফুটওয়্যার কর্তৃপক্ষ ২০০ কোটি টাকার অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে ইজিএমে ৭৫ কোটি টাকা বৃদ্ধি করেছে। বাকি ১২৫ কোটি টাকার অনুমোদিত মূলধন ক্রমানয়ে বাড়ানো হবে।

২০১৭ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ বোনাস দিয়েছিলো।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৬৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ২০শতাংশ শেয়ার রয়েছে।

রাসেল/