সার্জিও আগুয়েরোর জোড়া গোলে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি৷ ঘরের মাঠে সাউদাম্পটনকে ৩-১ গোলে পারজিত করে গুয়ার্দিওলার ম্যান সিটি৷ হোম টিমের হয়ে অপর গোলটি করেন ওটামেন্দি৷ সাউদাম্পটনের হয়ে ব্যবধান কমান জে স্টিফেন্স৷
গত শনিবার লেস্টার সিটির কাছে ০-৯ গোলে হারের ধাক্কা সামলে ওঠার আগেই ম্যান সিটির কাছে আরো একবার বিধ্বস্ত হতে হয় সাউদাম্পটনকে৷ তিন দিনের মধ্যেই একই মাঠে পুনরায় ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হতে হবে সাউদাম্পটনকে৷ লিগ কাপ থেকে বিদায় নেওয়ার পর আগামী শনিবার প্রিমিয়র লিগের লড়াইয়ে ম্যান সিটির চ্যালেঞ্জ সামলাতে হবে সাউদাম্পটনকে৷
আজকের বাজার/লুৎফর রহমান