মৌসুমে বাজে শুরুর প্রমাণ দিতে টটেনহ্যাম হটস্পার যেন উঠেপড়ে লেগেছে। গতকাল লিগ কাপের তৃতীয় রাউন্ডে চতুর্থ টায়ারের দল কোলচেস্টারের কাছে পেনাল্টিতে পরাজিত হয়ে আবারো হতাশ করেছে স্পার্সরা। মরিসিও পোচেত্তিনোর দল ৯০ মিনিটের ম্যাচে গোলশুন্য ড্র করার পরে পেনাল্টিতে লিগ টু’র দশম স্থানে থাকা কোলচেস্টারের কাছে ৪-৩ গোলের পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে। ক্রিস্টিয়ান এরিকসেনের প্রথম স্পট কিকটি কোলচেস্টারের গোলরক্ষক ডিন জারকেন রুখে দেবার পর লুকাস মৌরার শটটি ক্রসবার দিয়ে বাইরে চলে যায়। টম লাপসলি’র গোলে কোলচেস্টারের জয় নিশ্চিত হয়।
এই প্রথমবারের মত টটেনহ্যামের ম্যানেহার পোচেত্তিনো ঘরোয়া কাপ প্রতিযোগিতায় নীচু লিগের প্রতিপক্ষের কাছে পরাজিত হয়ে বিদায় নিলেন। শনিবার প্রিমিয়ার লিগে লিস্টার সিটির কাছে ২-১ গোলে পরাজিত হয়ে পয়েন্ট হারানোর পর লিগ কাপের তৃতীয় রাউন্ডে বিদায় স্পার্স সমর্থকদের হতাশ করে তুলেছে।
ম্যাচ শেষে পোচেত্তিনো বলেছেন, ‘কোলচেস্টার দারুন ম্যাচ খেলেছে, আমাদের জন্য যা সত্যি কঠিন ছিল। ৯০ মিনিটে গোল করতে না পারাটা সত্যিই হতাশার। এটাই এই ধরনের প্রতিযোগিতার সৌন্দর্য্য। যেকোন সময় যেকোন কিছুই ঘটতে পারে। আমরা আরো অনেকদূর যেতে চেয়েছিলাম। কিন্তু এখন আমরা প্রতিযোগিতার বাইরে।’
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রানার্স-আপ হবার পর টটেনহ্যামের কাছে এবার অন্যরকম কিছুরই প্রত্যাশা ছিল। কিন্তু তার পরিবর্তে ধারাবাহিকতা খুঁজতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। দলবদলের বাজারেও পোচেত্তিনো সফল হতে পারেননি। যদিও এরিকসেনসহ আরো কয়েকজন খেলোয়াড়ের দলবদল আটকে দিয়ে তিনি চতুরতার পরিচয় দিয়েছিলেন। কিন্তু কার্যত সে কারনে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। এই ধরনের পরাজয় পোচেত্তিনোর মত একজন কোচের জন্য সত্যিকার অর্থেই হতাশার। বিশেষ করে ৭১ ধাপ নীচের দলের বিপক্ষে জয় পাওয়াটা জরুরি ছিল। ১০টি পরিবর্তন করে কাল দল সাজিয়েছিলেন পোচেত্তিনো।
স্পার্সদের হয়ে কাল অভিষেক হয়েছে ১৭ বছর বয়সী ট্রয় প্যারট ও ২০ বছর বয়সী জাপেট টানগানগার। মধ্যমাঠে ডেলে আলির সাথে মৌসুমের প্রথমবারের মত মাঠে নেমেছিলেন এরিক ডায়ার। তবে সবকিছুকে পিছনে ফেলে কোলচেস্টার কাল আধিপত্য দেখিয়েছে। দ্বিতীয় রাউন্ডে ক্রিস্টাল প্যালেসকে হারানোর আত্ববিশ্বাস নিয়েই কাল তারা মাঠে নেমে সফল হয়েছে। ১৯৭১ সালে এফএ কাপে লিডসের বিপক্ষে জয়ের পর এটাই তাদের সবচেয়ে বড় সাফল্য।
টটেনহ্যামের হয়ে এখনো কোন শিরোপার দেখা পাননি পোচেত্তিনো। ২০০৮ সালের লিগ কাপের পর বড় কোন শিরোপাও ঘরে আসেনি।
আজকের বাজার/লুৎফর রহমান