লিগ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে চ্যাম্পিয়নশীপ ক্লাব প্রিস্টনকে পরাজিত করে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে। এই নিয়ে টানা তৃতীয়বারের মত লিগ কাপের শিরোপা জয়ের লক্ষ্যে সিটিজেনরা দারুনভাবে এগিয়ে যাচ্ছে। ১৯ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যাবার পর গ্যাব্রিয়েল জেসুস ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। রায়ান লেডসনের আত্মঘাতি গোলে বিরতির আগে ৩-০ গোলের লিড পায় সফরকারী ম্যানচেস্টার সিটি।
আজকের বাজার/লুৎফর রহমান