লিগ পর্বের সেরা হয়েই ফাইনালে বাংলাদেশ

গতরাতে ত্রিদেশীয় টি-২০ সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। আফগানিস্তানকে ৪ উইকেটে হারায় টাইগাররা। অর্থাৎ লিগ পর্বে ৪ ম্যাচের ৩টিতেই জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে লিগ পর্বের সেরা দল হয়েই ফাইনাল খেলবে সাকিবের দল।

৪ ম্যাচে ৩ জয় ও ১হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে উঠে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকে আফগানিস্তান। আর ৪ খেলায় ১জয় ও ৩ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকায় ফাইনালে উঠতে ব্যর্থ হয় জিম্বাবুয়ে।

বাংলাদেশ দু’বার জিম্বাবুয়েকে ও একবার আফগানিস্তানকে হারায়। আফগানিস্তান একবার করে বাংলাদেশ-জিম্বাবুয়েকে হারায়। আর জিম্বাবুয়ে একবার আফগানিস্তানকে হারানোর স্বাদ দেয়।

লিগ পর্ব শেষে ত্রিদেশীয় টি-২০ সিরিজের পয়েন্ট টেবিল :
দল ম্যাচ জয় হার পয়েন্ট
বাংলাদেশ ৪ ৩ ১ ৬
আফগানিস্তান ৪ ২ ২ ৪
জিম্বাবুয়ে ৪ ১ ৩ ২

আজকের বাজার/লুৎফর রহমান