পাত্র ইশান, বয়স ৩৩। যিনি মহিলা থেকে পুরুষ হয়েছেন। অন্যদিকে পাত্রী ৩১ বছরের সূর্য়া। শল্য চিকিৎসার মাধ্যমে যিনি পুরুষ থেকে মহিলা হয়েছেন। শোনা যাচ্ছে, আগামী মাসে গাঁটছড়া বাঁধ চলেছেন এই যুগল। ভারতে এই ধরনের বিবাহ প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে বলে জানা গিয়েছে।
সূর্য়া বলেন। ‘বিয়ের পরে আমি সূর্য়াকে আমার বাড়ি নিয়ে যাব, যেখানে আমি আমার পরিবারের সাথে থাকি।
এদিকে ইশান বললেন। আমি একটি ব্যবসা শুরু করতে চাই। তিনি আরও বলেন, ‘যখন আমি একজন মেয়ে ছিলাম তখন একজন ছেলের মত আচরণ করতাম। এই বিষয়টি ক্রমশ জটিল হয়ে উঠল, আমি স্কুল যাওয়া বন্ধ করে দিই। অনেক বছর এভাবে আমি বাড়িতে বসে কাটাই। পরে আমার পরিবার অনুভব করে যে আমাকেও বাঁচতে দেওয়া উচিত।’ এক বছর আগে সার্জারি করান তিনি, দুই বোনের বিয়ের পর। পরিবারের বিনা অনুমতিতে এই সার্জারি করান ইশান৷ পরে পরিবার তাঁর সিদ্ধান্তকে মেনে নেয় পরিবার।
আজকের বাজার/আরআইএস