কদিন আগে সাক্ষাৎকারে নিজের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ বলছিলেন,‘সব দিক দিয়ে ঠিক আছে। ব্যাটিংয়ে আরেকটু লম্বা ইনিংস খেলতে পারলে ভালো।’ মিরপুরে জাতীয় লিগের প্রথম রাউন্ডে করেছিলেন ৬৩ রান। বগুড়ায় সিলেটের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের প্রথম ইনিংসেও আউট হয়েছেন ঠিক ৬৩ রানেই। তবে আজ দ্বিতীয় ইনিংসে লম্বা ইনিংস খেলেছে তিনি। এখন সেঞ্চুরির অপেক্ষা মাহমুদউল্লাহর।
মাহমুদউল্লাহ অপরাজিত আছেন ৯৫ রানে। কাল ৫ রান করতে পারলে চার বছর পর তিন অঙ্ক ছোঁয়া পাবেন তিনি ঘরোয়া লীগে প্রথম শ্রেণির ক্রিকেটার হিসাবে। গত চার বছর তাঁর ঘরোয়া বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলা হয়নি। মাহমুদউল্লাহর অপরাজিত ৯৫ রান পর ৬ উইকেটে ২২৫ রান তুলে দিন শেষ করেছে ঢাকা মহানগর। মহানগর এখন এগিয়ে ১৫২ রানে।
মাহমুদউল্লাহ অপেক্ষায় থাকলেও লিটন দাস যা করার আজই করে ফেলেছেন। চট্টগ্রামে যে রান উৎসবে হচ্ছে, সেটিতে যোগ দিয়ে লিটন করেছেন ১২২ রান। রানখরায় ভুগতে থাকা বাংলাদেশ দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান কাল অপরাজিত ছিলেন ৫১ রানে। আজ যোগ করেছেন আরও ৭১ রান। লিটনের দিনে দ্যুতি ছড়িয়েছেন নাঈম ইসলামও। তিনি অপরাজিত ১২৪ রানে। লিটন-নাঈমের তৃতীয় উইকেট যোগ করে ১৫৪ রান। ঢাকা বিভাগের ৫৫৬ রানের জবাবে রংপুর বিভাগ তৃতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৩৪ রান করে।