লিটন হত্যা: সাবেক এমপি কাদেরের যাবজ্জীবন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জের) আসনের সংসদ সদস্য লিটন হত্যার ঘটনায় ওই আসনের সাবেক এমপি জাপা নেতা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাদের খানের যাবজ্জীবন দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

পুলিশ জানায়, ২০১৬ সালে ৩১ ডিসেম্বর এমপি মজ্জুরুল ইসলাম লিটনকে তার নিজ বাড়ি সুন্দরগঞ্জের বামনডাংগায় গুলি করে হত্যা করা হয়। ওইদিন তার বোন মাহফুজা ববি বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশি তদন্তে বেড়িয়ে আসে সাবেক এমপি কাদের খানের পিস্তল দিয়ে তাকে হত্যা করো হয়েছে। পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে কাদের খানকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী লিটনকে হত্যাকাণ্ডে যে পিস্তল ব্যবহার করা হয় সেই পিস্তলটি তার বলে জানায়।

পুলিশ কাদের খানের বাড়ির আঙ্গিনায় মাটি খুঁড়ে পিস্তল ও গুলি উদ্ধার করেছে বলে জানায় পুলিশ।

দীর্ঘ বিচার শেষে আজ এই হত্যা মামলার রায় দেওয়া হলো।

আজকের বাজার/এমএইচ