লিড ব্যাংক পদ্ধতিতে চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকের আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও মেলা অনুষ্ঠিত

IBBL organizes School Banking Conference under lead banking system in Chapai Nawabgonj

বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় লিড ব্যাংক পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আয়োজনে জেলার ২৮ টি তফশিলি ব্যাংকের অংশগ্রহণে “স্কুল ব্যাংকিং কনফারেন্স ও মেলা” ২৮ সেপ্টেম্বর ২০১৯, শনিবার চাঁপাইনবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো: ইয়াহিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের এক্সিকিউটিভ ডাইরেক্টর মনোজ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর জেনারেল ম্যানেজার এ এফ এম শাহীনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার গাজী মো: মাহফুজুল ইসলাম, ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মোঃ কাওছার উল আলম এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল্লাহ সালাহ উদ্দিন গাজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চাঁপাইনবাবগঞ্জ শাখাপ্রধান মুহাম্মাদ শাহজাহান। আর্থিক অন্তর্ভূক্তির আওতায় লিড ব্যাংক পদ্ধতিতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা ও আর্থিক সেবাবিষয়ক সম্মেলনে জেলার ২৮টি ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা এবং ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।