২০২০ ইউরো কোয়ালিফায়ারে বড় জয় পেল গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল৷ দুরন্ত ক্রিশ্চিয়ানো রোনালদো৷ দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন পর্তুগিজ ক্যাপ্টেন৷ একাই চার গোল করে মঙ্গলবার রাতে লিথুয়ানিয়ার ৫-১ পর্তুগালকে জেতান সিআর সেভেন।
দেশের হয়ে অষ্টম হ্যাটট্রিক রোনালদোর৷ কেরিয়ার ৫৪ নম্বর হ্যাটট্রিকের নজির গড়লেন পর্তুগিজ তারকা৷ ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো। ডি-বক্সে ডিফেন্ডার পালিওনিসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোল করতে ভুল করেন পর্জুগিজ সুপারস্টার৷ সেই সঙ্গে দেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে ৯০ নম্বর গোলটি করেন সিআর সেভেন৷
প্রথমার্ধের তাঁর পা থেকে আর গোল না-এলে দ্বিতীয়ার্থে ১৬ মিনিটের ব্যবধানে তিন-তিনটি গোল করেন প্রতিপক্ষকে একাই শেষ করে দেন পর্তুগিজ ফরোয়ার্ড৷
প্রথমার্ধে মাত্র সাত মিনিটে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন রোনালদো৷ কিন্তু তাঁর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
আজকের বাজার/লুৎফর রহমান