জার্মানির লিন্ডে এজি এবং যুক্তরাষ্ট্রের প্রেক্সএয়ার ইনকরপোরেশন একীভূত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
২০১৭ সালের ৫ জুন প্রকাশিত এক সংবাদে বলা হয় লিন্ডে এজি ও প্রেক্সএয়ার একাসাথে ব্যবসা করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তাদের মধ্যে বিজনেস কম্বিনেশন এগ্রিমেন্ট স্বাক্ষর হয়।
চুক্তিতে বলা হয়, লিন্ডে এজি’র বেশিরভাগ শেয়ারহোল্ডার (হোল্ডিং কোম্পানি) তাদের ব্যবসা প্রেক্সএয়ারের সাথে একীভূত করে যার কার্যক্রম ২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে শুরু হয়। তবে পুরো প্রক্রিয়া বাস্তবায়নের জন্য ইউএস ফেডারেল ট্রেড কমিশন গত ১ মার্চ নির্দেশনা জারি করে।
আজকের বাজার/মিথিলা