লিপজিগ-লিভারপুলের ম্যাচটি বুদাপেস্টে সরিয়ে নেয়া হয়েছে

করোনা মহামারীতে ভ্রমন নিষেধাজ্ঞার ফলাফল স্মরুপ লিভারপুল বনাম আরবি লিপজিগের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগের এ্যানফিল্ডের ম্যাচটি বুদাপেস্টে সরিয়ে নেয়া হয়েছে। এক বিবৃতিতে উয়েফা সূত্র গতকাল এই তথ্য নিশ্চিত করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি বুদাপেস্টের পুসকাস এরিনাতে অনুষ্ঠিত হবে। এই একই স্টেডিয়ামে গত ১৬ ফেব্রুয়ারি প্রথম লেগের ম্যাচটিও অনুষ্ঠি হয়েছিল, যেখানে লিভারপুল মোহাম্মদ সালাহ ও সাদিও মানের দুই গোলে ২-০ ব্যবধানে জয়ী হয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে। জার্মানীর কোভিড-১৯ আইনের কারনে বুন্দেসলিগার দলটির বৃটেনে ভ্রমনের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের বেশ কয়েকটি ম্যাচ করোনার কারনে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে বাধ্য হচ্ছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।
আগামী ১০ মার্চ স্থানীয় সময় রাত ৮.০০ টায় শুরু হওয়া ম্যাচটি জার্গেন ক্লপের লিভারপুলের হোম ম্যাচ হিসেবে পরিগণিত হবে।
গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জেতার আগে ২০১৯ সালে ষষ্ঠবারের মত ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠত্ব অর্জণ করেছিল লিভারপুল। কিন্তু এবারের লিগে বাজে ফর্মের কারনে চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে তাদের খেলা নিয়ে শঙ্কা তৈরী হয়েছে। অন্যদিকে গত বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলা লিপজিগ জুলিয়ান নাগেলসম্যানের অধীনে বর্তমানে বুন্দেসলিগায় দ্বিতীয় স্থানে রয়েছে