লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় গ্রিক মানবিক সহায়তা দলের চার সদস্য প্রাণ হারিয়েছে।
লিবিয়ার ভয়াবহ বন্যা কবলিত দার্নায় এই সহায়তা দল কাজ করতে যাচ্ছিল।
পূর্বাঞ্চল শাসনকারী লিবীয় প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রী উসমান আবদেলজলিল সাংবাদিকদের বলেছেন, রোববার দলটি বেনগাজি থেকে দার্না যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।
দার্নায় এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গ্রিক দলটিকে বহনকারী গাড়িটির সাথে অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। অপর গাড়িটিতে একটি লিবীয় পরিবার ছিল। এ গাড়ির তিনজন নিহত ও দু’জন মারাত্মক আহত হয়েছে।
গ্রিক দলের ১৯ সদস্যের চারজন নিহত হয়েছে এবং অন্য ১৫ জন আহত হয়েছে বলে মন্ত্রী জানান।
গ্রিক জেনারেল স্টাফ অব ন্যাশনাল ডিফেন্স এক বিবৃতিতে দুর্ঘটনা এবং হতাহতের খবর নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সম্প্রতি ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে নজিরবিহীন বন্যায় লিবিয়ার দার্না নগরীতে ছয় হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। (বাসস ডেস্ক)