লিবিয়ায় গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আটক ২ সাংবাদিককে দ্রুত ছেড়ে দেয়ার জন্য আহবান জানিয়েছে জাতিসংঘ। খবর সিনহুয়া’র।
সোমবার (২৮ মে) রাতে লিবিয়ায় জাতিসংঘ সহযোগিতা মিশন (ইউএনএসএমআইএল) এই আহবান জানায়।
সিনহুয়া’র খবরে বলা হয়, লিবিয়ায় জাতিসংঘ সহযোগিতা মিশন (ইউএনএসএমআইএল) সাংবাদিক সুলাইমান গাশট ও মোহাম্মাদ ইয়াগহুবিকে দ্রুত মুক্তি দেয়ার আহবান জানায়।
তাদেরকে কোন গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গত ২৯ এপ্রিল গ্রেফতার করা হয়।
সুলাইমান গাশট ও মোহাম্মাদ ইয়াগহুবি সাংবাদিকতা বিষয়ক লিবিয়া- ভিত্তিক সেপ্টিমিয়াস অ্যাওয়ার্ডের প্রধান ও নির্বাহী পরিচালক।
লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী নীতিমালা ভঙ্গ ও যৌন হয়রানির অভিযোগে এ ২ সাংবাদিককে গ্রেফতার করে।
আজকের বাজার/একেএ